নিজস্ব প্রতিবেদন :  গরমে ধরা তেতে ওঠার আগেই কলকাতায় হানা দিল কালবৈশাখি। পূর্বাভাস মিলিয়ে রবিবার রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি। ফেব্রুয়ারির শেষে নিয়ম করেই বার ছিল সর্বোচ্চ তাপমাত্রা রবি বার্তা পৌঁছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকায় আগেই কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছিলেন আবহবিদরা। মিলে গেল সেই পূর্বাভাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যে কলকাতা বিস্তীর্ণ এলাকায় আকাশে দেখা গিয়েছে বিদ্যুতের ঝলকানি যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বৃষ্টি। এদিন বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও হুগলি বিস্তীর্ণ এলাকায়। বাঁকুড়া ও মেদিনীপুরের একাংশে এদিন তুমুল ঝড় বৃষ্টি হয়। আবহবিদেরা বলছেন শুধু রবিবার নয়, আগামী কয়েক দিনে এরকম ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে কৃষকদের ফসল কেটে নিতে পরামর্শ দিয়েছেন তারা।


আরও পড়ুন -  ফাল্গুনেই আছড়ে পড়ল বছরের প্রথম কালবৈশাখি, তুমুল ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে