DA: বকেয়া ডিএ-র দাবিতে ফের কর্মবিরতির ডাক যৌথমঞ্চের, শুক্রবার `ধিক্কার দিবস`
বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্রেফ সরকারি কর্মচারীরা নন, মার্চ মাস থেকে বর্ধিত হাতে মহার্ঘ্য ভাতা পাবেন পেনশনভোগীরাও।
কমলাক্ষ ভট্টাচার্য: ৩ শতাংশ নয়, বকেয়া ডিএ দিতে হবে। সরকারি অফিসে ফের কর্মবিরতি। কবে? ২০ ও ২১ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, আগামিকাল, শুক্রবার রাজ্যজুড়ে পালিত হবে ধিক্কার দিবস। আন্দোলনে এখনও অনড় যৌথমঞ্চ।
বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে যখন ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকার কর্মচারী, তখন আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ-র দাবিতে জোট বেঁধেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন। প্রথমে ধরনা, তারপর এখন ধর্মতলায় অনশন করছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।
চুপ করে বসে নেই রাজ্যও। বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্রেফ সরকারি কর্মচারীরা নন, মার্চ মাস থেকে বর্ধিত হাতে মহার্ঘ্য ভাতা পাবেন পেনশনভোগীরা। তাহলে? রাজ্যসভায় তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'রাজনৈতিক দলের প্ররোচনা যাঁরা আন্দোলন করে জল ঘোলা করতে চাইছেন, তাঁদের বলব দয়া করে বাস্তবটা অনুধাবন করুন। রাজ্যের সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সরকার তো বলেছে, পাওনা টাকা মিটিয়ে দিলে, আমরা যেমন ৫ বছরে পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বসাবো না, তেমনি সমস্ত পাওনাও মিটিয়ে দিতে পারব'।
এর আগে, বকেয়া ডিএ-র দাবি ১ ফ্রেরুয়ারি রাজ্যজুড়ে সমস্ত সরকারি দফতরে ২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছিল যৌথ সংগ্রামী মঞ্চ। এরপর ১৩ ফেব্রুয়ারি আবার কর্মবিরতি চলে দিনভর।