ওয়েব ডেস্ক : বাক্য রচনায় ভুল হবে কেন? কেন পারবে না ছাত্র? কোনও ক্ষমা নেই এ ভুলের। তাই সবক শেখাতে বেধড়ক মারের অভিয়োগ উঠল ক্লাস সেভেনের একত্র ছাত্রকে। এমনই সে মার, যে শেষপর্যন্ত নার্সিংহোমে নিয়ে ছুটতে হল তাকে। বর্তমানে সেখানেই তার চিকিত্‍সা চলছে বলে জানা গেছে।  গোটা ঘটনায় অভিযুক্ত তার কোচিংয়ের শিক্ষিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মদন মিত্র নিয়ে মন্তব্য এড়ালেন মমতা


জানা গেছে, ওই ছাত্রটি একটি মাত্র বাক্য রচনাই ভুল করেছিল। আর তাতেই তার ওপর ক্ষেপে ওটেন ওই শিক্ষিকা। স্কেল দিয়ে তাকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। মারের চোটে অসুস্থ হয়ে পড়ে যোধপুর পার্কের অ্যান্ড্রুজ হাই স্কুলের ওই ছাত্র। এখনও সে ট্রমায়।