নিজস্ব প্রতিবেদন : মৌলানা আজাদ কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় আহত হলেন ৪ জন। এদিন পরীক্ষা ছিল কলেজে। একইসঙ্গে একটি অনুষ্ঠানও ছিল। তারমধ্যেই গন্ডগোলের সূত্রপাত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বচসায় জড়ায় কলেজে প্রাক্তন ছাত্র ও কয়েকজন বহিরাগত। বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মৌলানা আজাদ কলেজ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ ক্যাম্পাস। গন্ডগোলের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তালতলা ও নিউ মার্কেট থানার পুলিস।


আরও পড়ুন, রিভিউ পিটিশন খারিজ, ডিএ মামলায় হাইকোর্টে ফের বড় জয় রাজ্য সরকারি কর্মীদের


ক্যামেরায় ধরা পড়ে কলেজ চত্বরে তাণ্ডবের ছবি। সংঘর্ষের ফলে ৪ জন ছাত্র আহত হন। সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গন্ডগোলের জেরে আতঙ্কিত হয়ে পড়েন পরীক্ষা দিতে আসা পড়ুয়ারা ও তাঁদের অভিভাবকরা। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।