নিজস্ব প্রতিবেদন: অনেক প্রতিবাদ দেখেছে কলকাতা। এ শহরই স্তব্ধ হয়েছিল বামেদের বিক্ষোভ থেকে বিরোধী নেত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ অভিযানে। সেই শহরের বিক্ষোভের মাঝে উঠল বিতর্কিত স্লোগান। যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারারা স্লোগান দিলেন, ভারত মাতা সে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, অসম মাঙ্গে আজাদি। 'হিন্দুরাষ্ট্র রেপিস্ট' ব্যানার নিয়েও দেখা গেল বিক্ষোভকারীদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিবাদে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জড়ো হয়েছিল যাদবপুর-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রছাত্রীরা। তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন স্বপন দাশগুপ্ত। ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কিন্তু বাধা দেয় পুলিস। প্রায় ২ ঘণ্টা বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ দেখান পড়ুয়ারা।


ওই বিক্ষোভেই ওঠে বিতর্কিত স্লোগান। বিক্ষোভকারীদের মুখে শোনা গিয়েছে, ভারত মাতা সে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি, অসম মাঙ্গে আজাদি। চারপাশে ক্যামেরা দেখে কাশ্মীর ও অসমের আজাদির স্লোগান বন্ধ করে দেন পড়ুয়ারা। 


অতিসম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সিএএ ও এনআরসি-র সমর্থনে অনুষ্ঠানে গিয়েছিলেন স্বপন দাশগুপ্ত। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রায় ৭ ঘণ্টা আটকে থাকেন বিজেপির রাজ্যসভার সাংসদ। তাঁকে নিয়ে খোঁজ নেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার কয়েকদিন পরই হস্টেলে ঢুকে বাম ছাত্রদের মারধরের অভিযোগ উঠে এবিভিপি-র বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে এবিভিপি। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্বভারতী। কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এসএফআই। 


আরও পড়ুন- অনুব্রতর মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে নাতি-নাতনি নিয়ে বাড়ি ফেরার হুমকি, ধৃত ৩