নিজস্ব প্রতিবেদন: রয়ে গেছে তাঁর ঘর, কাজের যায়গা। নেই শুধু 'এভারগ্রিন' সুব্রত মুখোপাধ্যায়।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার শেষযাত্রায় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে একের পর এক নেতা মন্ত্রি এসে পৌছাচ্ছেন একদা সতীর্থ এবং অনুজ নেতারা। শোকে বিহ্বল পাড়া প্রতিবেশি থেকে শুরু করে তাঁর প্রিয় একডালিয়া ক্লাবের সদস্যরা। 


আরও পড়ুন: Subrata Mukherjee: প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে সরকারের বড় সিদ্ধান্ত


আরও পড়ুন: Subrata Mukherjee: 'সুব্রত দা'র প্রয়াণে শোকস্তব্ধ সতীর্থরা, শোকজ্ঞাপন বাম-কংগ্রেস-বিজেপির


এই ক্লাবের যে চেয়ারে বসে একদা সমস্ত কাজ করতেন সুব্রত মুখোপাধ্যায় সেই চেয়ার আজ ফাঁকা। শুধু রয়েছে তাঁর একটা ছবি। ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ক্লাবের সদস্যরা। ক্লাবের দেওয়ালেও বিভিন্ন ছবি মনে করাচ্ছে তাঁর কথা। ক্লাব সদয়দের স্মৃতিচারনায় উঠে এসেছে তাঁর জননেতা হওয়ার গল্প। উঠে এসেছে আট থেকে আশি সকলের সঙ্গে সমান তালে মিশে যাওয়ার গল্প। পুজো থেকে শুরু করে করে সমাজসেবামূলক কাজ, ক্লাবের কোনও আয়জনই সম্পূর্ণ হতনা তাদের প্রিয় সুব্রতদা কে ছাড়া। খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েছেন ক্লাবের সদস্যরা। 


শুক্রবারই হাস্পাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল বর্ষীয়ান এই নেতার। সেই নিয়ে বিভিন্ন প্ল্যান করে রেখেছিলেন ক্লাবের সদস্যরা। ইচ্ছা ছিল ক্লাবের কালী প্রতিমা অনাকে দেখিয়ে তবেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা। সেই আশা পূর্ণ হওয়ার আগেই চলে গেলেন তাদের প্রিয় দাদা। ক্লাবের ফাঁকা চেয়ারে প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে রইল তাঁর ছবি।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)