২১-এর মঞ্চে কামব্যাক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক : ২১ জুলাইয়ের মঞ্চেই কামব্যাক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বহু মাস পরে খোলামঞ্চে স্বতস্ফূর্ত বক্তৃতা। ভগ্নস্বাস্থ্যেও ঝরে পড়ল আত্মবিশ্বাস। তীব্র হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশে।
২১.০৫.২০১৭
রোজভ্যালি মামলায় সাড়ে ৪ মাস হাজতবাসের পর জামিন পান। হাসপাতালে তাঁর সঙ্গে প্রথম দেখা করে ২৪ ঘণ্টা। ভঙ্গস্বাস্থ্য চমকে দেয় রাজ্যবাসীকে।
১৭.০৭.২০১৭
প্রায় ২ মাস পরে ফের প্রকাশ্যে এলেন। বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ভোট দিতে গেলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। সেদিনই সুদীপকে তৃণমূল নেত্রী জানিয়ে দেন, ২১ জুলাই হবে তাঁরই মঞ্চ।
২১.০৭.২০১৭
কামব্যাক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রচ্ছন্ন হুঁশিয়ারি উড়ে গেল দিল্লির উদ্দেশেও। সুদীপ জানালেন তিনি আসছেন।
২১ জুলাই মঞ্চে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়ে তাঁর প্রতি আস্থারই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, আর এক প্রাক্তন সেনাপতিকে রইলেন পিছনের সারিতে। অতীতে ২১ জুলাই সমাবেশের যাবতীয় আয়োজনের দায়িত্ব থাকত তাঁর কাঁধে। শুক্রবার অন্যদের বক্তব্য শুনেই দিন কাটল মুকুল রায়ের।
আরও পড়ুন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-কে একটি আসনও দেব না : মমতা