দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীর সঙ্গে রাজ্যপাল, জোড়া ছবি প্রকাশ করল TMC
দেবাঞ্জনের সঙ্গে রাজ্যপালের ঘনিষ্ঠ যোগের ইঙ্গিত দিয়েছেন সুখেন্দু শেখর।
নিজস্ব প্রতিবেদন: দেবাঞ্জন দেবের সঙ্গে বিজেপি ও অন্যান্য পার্টির ছবি রয়েছে। সেগুলি আগামী দিনে দেখতে পাবেন বলে বুধবার নবান্নে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার ২৪ ঘণ্টা পরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) জোড়া ছবি দেখালেন। একটিতে দেবাঞ্জনের দেবের (Debanjan Deb) পাশে তাঁর নিরাপত্তা রক্ষী। অন্যটিতে ওই নিরাপত্তা রক্ষীকে দেখা যাচ্ছে সস্ত্রীক রাজ্যপালের পিছনে।
সংবাদ মাধ্যমকে একটি ছবি দেখিয়ে সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'ভুয়ো টিকাকাণ্ডের প্রতারক দেবাঞ্জনের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে তার নিরাপত্তা রক্ষী। তাঁর নাম অরবিন্দ বৈদ্য। সে-ও ভুয়ো কিনা বলতে পারব না।' তার পর আর একটি ছবি দেখান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বলেন,'এটা চিনতে পারেন কিনা দেখুন তো! ওই নিরাপত্তারক্ষী কাদের পিছনে দাঁড়িয়ে আছে? মাননীয় রাজ্যপাল ও তাঁর আত্মীয়দের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষী।'
দেবাঞ্জনের সঙ্গে রাজ্যপালের ঘনিষ্ঠ যোগের ইঙ্গিত দিয়েছেন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Roy)। তাঁর কথায়,'শোনা যাচ্ছে এই নিরাপত্তা রক্ষীর মাধ্যমে কোনও বিশেষ ব্যক্তির কাছে মাঝে মধ্যে খাম ও উপহার পাঠাত দেবাঞ্জন। আমরা দলের পক্ষ থেকে বিষয়টি তদন্তকারীদের গোচরে আনব। চাইব সমস্ত তথ্য প্রকাশ করা হোক। মুখ্যমন্ত্রী বলেছেন টিকাকাণ্ডে মানুষকে অসুবিধায় যারা ফেলেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। যদি দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে প্রতারকের কোনও যোগসাজশ আছে বা ছবিটি সত্য তাহলে দেশের পক্ষে ভয়ঙ্কর।'
গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন,'এই সব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি তারই বা প্রমাণ কোথায়? বিজেপি সাজানো লোক তৃণমূলের দু'টো ছবি তুলে রাখে। ছবি দিয়ে বিচার করা যায় না। এখন ফটোশপ থেকে ছবি করে নেয় অনেকে। জুম করে ছবি তোলে। রাস্তায় বেরোচ্ছে দাদা একটু কথা শুনবে। না শুনলে বলবে মেয়র বেরিয়ে গেল। আর শুনতে গেলে সেই ছবি দিয়ে ব্যবসা করবে। বিজেপির ছবি নেই! সেই ছবিগুলি কোথায়? মনে রাখবেন চক্রান্ত করলে ধরা পড়ে যায়। আশা করি বিজেপির অনেকের সঙ্গে ছবি আছে। বা অন্যান্য পার্টিরও। সেগুলি আগামী দিনে বেরোবে দেখতে পাবেন।'
আরও পড়ুন- বিজেপির সাজানো নয় তারই বা প্রমাণ কোথায়? ভুয়ো টিকাকাণ্ডে বিস্ফোরক Mamata