ওয়েব ডেস্ক: মেডিকায় সুনীল পাণ্ডের মৃত্যু-বিতর্কে, আজই স্বাস্থ্যভবনে জমা পড়তে পারে তদন্ত রিপোর্ট। হৃদরোগের চিকিত্‍সা করাতে গিয়ে পা বাদ এবং শেষ পর্যন্ত রোগীর মৃত্যু। বিতর্ক শুধু এখানেই থেমে থাকেনি। ওঠে আরও চাঞ্চল্যকর অভিযোগ। ময়নাতদন্তে মৃত সুনীল পাণ্ডের শরীরে স্টেন্টের কোনও অস্তিত্ব মেলেনি। অথচ হাসপাতালের দাবি, স্টেন্ট বসানো হয়েছে। রোগীর পাঁজরে অস্ত্রোপচারের দাগ পাওয়া গেছে। অথচ তাঁর বাইপাস সার্জারি হয়নি। মৃত সুনীল পাণ্ডের স্ত্রী সুজাতাকে আজ স্বাস্থ্যভবনে ডেকে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে মেডিকায় যায় তিন সদস্যের তদন্ত কমিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নারদ তদন্তে আজই হাইকোর্টে খসড়া রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই


সুনীল পাণ্ডের চিকিত্‍সার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্ত চিকিত্‍সক ও  হাসপাতাল কর্তৃপক্ষকে। মেডিকার CCTV ফুটেজ ও সমস্ত পরীক্ষানিরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখেছে তদন্ত কমিটি। মেডিকা কাণ্ডে গতকালই আলিপুর কোর্টে আত্মসমর্পণ করেন অভিযুক্ত হূদরোগ বিশেষজ্ঞ। তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে আদালত।


আরও পড়ুন  মহুয়া মৈত্র মামলায় বিজেপি সাংসদ বাবুলকে তিরস্কার হাইকোর্টের