অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের ২ বিজেপি সাংসদের একজন তিনি। ভোটে জিতে হয়েছেন মন্ত্রীও। এহেন সুরেন্দ্রসিং আহলুওয়ালিয়াকে লোকসভা নির্বাচন ২০১৯-এর টিকিটের জন্য ঘুরতে হচ্ছে দোরে দোরে। বার বার ফোন করলেও ফোন ধরছেন না রাজ্য বিজেপির নেতারা। পরিস্থিতি এমন টিকিট পেলে যে কোনও আসন থেকে লড়তে রাজি বলে কার্যত ঘোষণা করেছেন তিনি। কিন্তু কেন এমন দশা হল মন্ত্রীমশাইয়ের। 


 



বিজেপি সূত্রের খবর, ঘটনার সূত্রপাত প্রায় মাস খানেক আগে। তিনি কোন আসনে লড়তে চান তা আহলুওয়ালিয়ার কাছে জানতে চান প্রদেশ বিজেপি নেতারা। জবাবে আহলুওয়ালিয়া বলেন, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলে তা জানাবেন তিনি। 


বিমানবন্দর কাণ্ডে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের


সূত্রের খবর, অন্য রাজ্য থেকে লড়তে অমিত শাহের কাছে ইচ্ছাপ্রকাশ করেছিলেন আহলুওয়ালিয়া। কিন্তু তাঁকে অন্য রাজ্য থেকে টিকিট দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী ঝাড়াই বাছাইয়ের কাজ। অমিত শাহের কাছে সাড়া না পেয়ে ফের বিজেপির রাজ্য নেতৃত্বকে ফোন করতে শুরু করেন তিনি। কিন্তু আহলুওয়ালিয়ার ফোন ধরছেন না কেউ। পরিস্থিতি এমনই যে পশ্চিমবঙ্গের যে কোনও আসন থেকে তিনি লড়ছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। 


বড় মুখ করে দিল্লি গিয়ে এখন আহলুওয়ালিয়াকে দেখে মুচকি হাসছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।