নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রচারের শেষ দিনে ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে সরব হল সিপিএম। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে এর সাংবাদিক বৈঠকে একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, আমরা আশাবাদী, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবে নির্বাচন কমিশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিন সূর্যবাবু বলেন, 'নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, প্রত্যেকটি ভোটার যেন নির্ভয়ে ভোটদান করতে পারেন। একই সঙ্গে ভোটকেন্দ্রে নিজেদের নিরাপত্তা নিয়ে ভোটকর্মীরা যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত কমিশনের। ভোটকর্মীদের নিরাপত্তাও সুনিশ্চিত করুক কমিশন।'


এদিন আসন্ন রাম নবমীতে গেরুয়া সংগঠনগুলির মিছিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সূর্যকান্ত। বলেন, 'রামনবমী আসছে। গতবারের অভিজ্ঞতা আমাদের রয়েছে। তাই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ ও কমিশনকে অনুরোধ। কোনও রকম অপচেষ্টা হলে তাকে পরাস্ত করুন।' 


বিজেপির অভিযোগে ভোটের একদিন আগেই অপসারিত কোচবিহার পুলিস সুপার


ভোটপ্রচারে ভাষার ব্যবহার নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন সূর্যকান্ত। এদিন তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দু'জনেই শালীনতার মাত্রা ছাড়িয়েছেন। তাঁদের এহেন আচরণ নিন্দনীয়।' বিজেপির ইশতেহারকে বিঁধে সূর্য বলেন, 'ওই ইশতেহার দেখেই বোঝা যাচ্ছে আমাদের সামনে কত বড় বিপদ। বিজেপির ইশতেহারে সাধারণ মানুষের সমস্যার কোনও উল্লেখ নেই।'