নিজস্ব প্রতিবেদন: বিজেপির সঙ্গে সিপিএমের সম্পর্ক সর্বজনবিদিত। সেই বিজেপির থেকেই দলীয় নেতা-কর্মীদের শেখার পরামর্শ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ত্রিপুরায় বিজেপির উত্থানকে শূন্য থেকে শিখরের যাত্রা বলে অভিহিত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর দুই আগে সে রাজ্যে বিজেপির ঝান্ডা ধরার লোক ছিল না। সেখানেই এখন সরকার গঠন করেছে বিজেপি। শুধু সরকার গঠনই বড় ব্যবধানে জয়ী গেরুয়া শিবির। বিজেপির সাফল্যের নজিরই টেনে আনলেন সূর্যকান্ত মিশ্র। সিপিএমের রাজ্য সম্মেলনে তিনি বলেন,''ত্রিপুরার বিজেপির থেকে শিখুন। নিঃশব্দে সংগঠন তৈরি করেছে ওরা। বিরোধী ভোটকে নিজেদের পালে এনেছে। এটা শিক্ষনীয়।'' 


আরও পড়ুন- বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনায় মিষ্টি বিলি বাংলাদেশে


বিজেপির টোটকাই এরাজ্যে প্রয়োগ করার কথা বলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়,''বিরোধী ভোটকে একত্রিত করতে হবে। জনভিত্তি শূন্যে এসে ঠেকেছে। জনসংযোগ করুন। ঘনঘন বড় আন্দোলনের দরকার নেই। সংগঠনে নজর দিন। তৃতীয় বিকল্পের ভাবনা ছেড়ে আগে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করুন।''