ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইট করে তিনি এই বাজেটের সমালোচনা করেন। এক টুইট বার্তায় তিনি বলেন, প্রত্যক্ষ কর কমেছে ২০ হাজার কোটি টাকা। এতে সুবিধা হবে ধনীদের। অপ্রত্যক্ষ কর বেড়েছে ৬০ হাজার কোটি টাকা। এতে সাধারণ মানুষের ওপর বোঝা আরও বাড়বে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিল্পমহলের


মুলধনী খাতে গতবছর বরাদ্দ ছিল জিডিপির ১.৮৬ শতাংশ। এরমধ্যে রেলবাজেটের বরাদ্দ ধরা ছিল না। এবছর রেলবাজেট সহ মুলধনী খাতে বরাদ্দ করা হয়েছে ১.৮৪ শতাংশ। আসলে বরাদ্দ করা হয়েছে মাত্র ১.৫১ শতাংশ। এই হল মোদীর আচ্ছে দিন।
টুইটে কড়া সমালোচনা সূর্যকান্ত মিশ্রর।