মৌমিতা চক্রবর্তী: দীর্ঘদিনের লড়াই কি তবে মিটতে চলেছে? এবার বিধায়ক জাভেদ খানের MLA কাপ টুর্নামেন্টের যাবতীয় দায়িত্ব সামলাবেন ১০৮নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। শনিবার দুই প্রতিপক্ষ শিবির এক ছাদের তলায় বিকেল ৫ টায় টুর্নামেন্টের জার্সি উদ্বোধন করতে চলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাভেদ বনাম সুশান্ত এর লড়াই এই কথা কারোরই অজানা নয়। তাহলে এই বিবাদ মিটলো কিভাবে? ১০৮নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এর বক্তব্য, "এক সাথে পথ চলতে হবে। আমরা সবাই তৃণমূল কংগ্রেস পরিবার।" বেশ কয়েকমাস আগেই দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছিলেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। 


আরও পড়ুন, Post Poll Violence: ভোট পরবর্তী অশান্তি মামলায় ফের পরেশ পালকে নোটিশ সিবিআইয়ের


তবে সেসব এখন  অতীত। আপাতত সুশান্ত ব্যস্ত শনিবারের প্রস্তুতিতে। কসবার বিধায়ক জাভেদ খানের অফিসেই হবে অনুষ্ঠান। হাসি মুখে দুই প্রতিপক্ষকে দেখার অপেক্ষায় কসবা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)