নিজস্ব প্রতিবেদন: কেষ্টপুর খাল থেকে উদ্ধার আইটি কর্মীর মৃতদেহ। মৃতের নাম নিকেত সিং। জানা গিয়েছে, মৃত নিকেত সিং TCS-এর কর্মী। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কেষ্টপুর খালে একটি মৃতদেহ ভাসছে মহিষবাথান উদয়ন পল্লীর বাসিন্দারা দেখতে পান। তাঁরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, কেষ্টপুরের দিক থেকেই ভাসতে ভাসতে এদিকে এসে আটকে যায় যুবকের দেহ। মৃতদেহে এক পায়ে জুতো ছিল। তাঁর পকেট থেকে একটি ইমপ্লয়ি কার্ড পাওয়া গিয়েছে, আর তা থেকেউ প্রাথমিক পরিচয় জানতে পেরেছে পুলিস। যদিও মৃত ওই যুবকের বাডি কোথায় তা একনও জানা যায়নি। সমস্ত তথ্য জানতে অফিসে যোগাযোগ করা হচ্ছে। নেহাতই দুর্ঘটনা নাকি অন্য কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।   ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 


আরও পড়ুন: বিঘ্নিত দূরপাল্লার বাস চলাচল, ধর্মতলা বাসট্যান্ডে হয়রানি পর্যটকদের