স্বামী বিবেকানন্দকে `কাপুরুষ` বানালেন শুভেন্দু! তুঙ্গে রাজনৈতিক তরজা
`স্বামীজি সম্পর্কে কোনও মন্তব্য করার আগে দুবার-তিনবার ভাবার প্রয়োজন আছে... স্বামী বিবেকানন্দ মুক্তচিন্তা, স্বাধীন চিন্তার যুক্তিবাদী মানুষ ছিলেন। সুতরাং তাঁকে কাপুরুষ বানানোটা ঠিক নয়।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রাজ্যের শিক্ষার হাল দেখে স্বামীজি বাংলা থেকে প্রস্থান করতেন। অন্য কোনও রাজ্য বা দেশে গিয়ে আশ্রয় নিতেন। রাজ্যের গোটা শিক্ষা দফতরটাই ভিতরে রয়েছে।' স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের পর রাজ্যের শিক্ষা ব্য়বস্থাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হোর্ডিং নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, বিবেকানন্দের ছবি যেখানে আকারে খুবই ছোট, সেখানে পেল্লায় হোর্ডিং 'কার্বাইড দিয়ে পাকানো' এক নেতার।
শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'উনি যেখানে গিয়ে আজকে মালা দিলেন, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারই অধিগ্রহণ করে সাজিয়ে দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কৃতিত্ব, ওনার মনে রাখা উচিত। আর ওনাদের তো নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবির পায়ের তলায় বিবেকানন্দের ছবি দেখা গিয়েছিল! তাই মনে রাখা দরকার, আপনি আচরি ধর্ম, পরেরে শিখাও।' পাশাপাশি, তোপ দাগেন, স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিতে এসেও রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী! তিনি কতটা মানসিক বিকাগ্রস্ত হয়ে পড়েছেন এটা তারই বহিঃপ্রকাশ।
ওদিকে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, 'স্বামীজি সম্পর্কে কোনও মন্তব্য করার আগে দুবার-তিনবার ভাবার প্রয়োজন আছে। কারণ স্বামীজি বাংলায় শিক্ষার প্রসারের জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। প্রাণপণ লড়াই করেছিলেন। ভগিনী নিবেদিতাকে কাজে লাগিয়েছিলেন। সুতরাং তিনি বাংলা ছেড়ে চলে যাবেন, এটা তো হতেই পারে না। বরং বাংলায় থেকে তিনি লড়াই করতেন। তাই তাঁর সম্পর্কে মন্তব্য করার আগে ভাবার প্রয়োজন আছে।'
পাশাপাশি, সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও দাবি করেন, 'রাজ্য়ের বেহাল শিক্ষাব্যবস্থা নিয়ে সত্যিই বলার কিছু নেই। কিন্তু স্বামীজি বেঁচে থাকলে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতেন। তিনি পালিয়ে যেতেন না, অন্য কোথাও যেতেন না, তিনি পশ্চিমবঙ্গে থেকে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেন। স্বামী বিবেকানন্দ মুক্তচিন্তা, স্বাধীন চিন্তার যুক্তিবাদী মানুষ ছিলেন। সুতরাং তাঁকে কাপুরুষ বানানোটা ঠিক নয়।'