শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: কয়লাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নাম না করে কয়লাকাণ্ডে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। বোমা দাগলেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, কয়লা দুর্নীতির ১০০০ কোটি টাকা রাজ্যে পুলিস প্রশাসন নিয়ন্ত্রণকারী প্রভাবশালী ব্যক্তির ঘরে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বললেন, 'কয়লা পাচারের সঙ্গে বড় চক্র যুক্ত আছে। সেই চক্রের সঙ্গে প্রভাবশালী ব্যক্তির যোগ আছে। কয়েকদিন আগে দিল্লির আদালতে গুরুপদ মাঝির নামে যে চার্জশিট পেশ হয়, সেখানে এই উল্লেখগুলি রয়েছে। সেই চার্জশিট এখন পাবলিক ডোমেইনেও এসে গিয়েছে। এটা আসলে মোট ২ হাজার ৪০০ কোটি টাকার দুর্নীতি। এই ২ হাজার ৪০০ কোটি টাকা দুর্নীতির মধ্যে ১০০০ কোটি টাকা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়েছে। যিনি এই রাজ্যে কার্যত প্রশাসন, পুলিস ও শাসকদলকে নিয়ন্ত্রণ করেন।' 


তবে এর বেশি কিছু খোলসা করে বলেননি শুভেন্দু অধিকারী। কারণ তাঁর কথায়, 'আগামী ১২ ডিসেম্বর গুরুত্বপূর্ণ অভিযুক্ত ব্যক্তির মামলা সুপ্রিম কোর্টে নির্দিষ্ট হয়েছে। তাই আজ পুরো বলছি না। এই মামলায় যাঁর কাছে ১০০০ কোটি টাকা গিয়েছে, যাঁর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭ সালে সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে কয়েক কোটি টাকা গিয়েছে, সেই অভিযুক্তের মামলা আগামী ১২ তারিখ সুপ্রিম কোর্টে আছে। তাই আমি চার্জশিটের পাতার নম্বরগুলি শুধু আপনাদের বলে দিচ্ছি।' 


এরপরই চার্জশিটের ৪৪৪, ৪০০ ও ৬৮ নম্বরের পাতাগুলি সবাইকে দেখতে বলেন শুভেন্দু অধিকারী।  কয়লা কাণ্ডের পাশাপাশি গোরুপাচার কাণ্ড নিয়েও মুখ খোলেন শুভেন্দু। কটাক্ষ করেন অনুব্রত মণ্ডলকে। বলেন, 'কোটি কোটি টাকা লটারি থেকে জিতেছে অনুব্রত! এরপরেও বলছে প্রমাণ দিতে হবে।' ওদিকে তাঁকে শিশু সুরক্ষা কমিশনের শোকজ নিয়ে শুভেন্দু বলেন, তিনি এখনও কোনও নোটিস পাননি। বলেন, 'আমি কোনও নোটিস পাইনি। যা বলেছি কয়লা ভাইপোকে বলেছি। শিশু কমিশন আগে কয়লা ভাইপো বলুক।'


আরও পড়ুন, Suvendu Adhikari: 'হিন্দুদের এড়িয়ে চলুন'! ভোটার তালিকা বিতর্কে ট্যুইট শুভেন্দুর


প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সন্তানকে নিয়ে আপত্তিকর টুইটের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।  বিতর্কিত সেই টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৩ বছরের ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। সেই জন্মদিনে পুলিসকে ব্যবহার করা হচ্ছে। সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করা হচ্ছে। তাঁর এই টুইটে বিরুদ্ধেই দায়ের হয় অভিযোগ। অভিযোগ, শুভেন্দু অধিকারীর টুইটে ওই শিশুর অধিকার খর্ব হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)