জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তোপ দাগলেন, 'এই মডেলের মাধ্যমেই সিভিক ভলান্টিয়ার থেকে শিক্ষক নিয়োগে টাকা নেওয়া হয়। ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের কাজ না দিয়ে জেসিপি মেশিন দিয়ে কাজ করা হয়।' কটাক্ষ করেন, 'ডায়মন্ড হারবার মডেল মানেই মদের বোতল থেকে ৫টাকা। সঙ্গে বালি, পাথর, গোরু তো আছেই।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরই শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, '১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কুলতলিতে। কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এই দুর্নীতিতে জড়িত। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে ৩৯টি অবৈধ সম্পত্তি কিনেছেন!' যদিও তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ সাফ খারিজ করে দিয়েছেন তৃণমূলের কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাঁর স্পষ্ট দাবি, 'এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার কোনও বেআইনি সম্পত্তি নেই। আমার যা আছে, জমি-জায়গা সম্পত্তি, সব আইটি রিটার্নে দেখানো আছে। শুভেন্দুবাবু কী বলেছেন আমি জা নি না। যদি কোনও তদন্ত হয়, তবে তার মুখোমুখি হতেও আমার কোনও আপত্তি নেই।'


প্রসঙ্গত, এদিন দেহরক্ষী রহস্য মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর নাম না করে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির নবান্ন অভিযানের দিন 'ডোন্ট টাচ মাই বডি...' মন্তব্য নিয়ে সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, "ওঁকে কেন আক্রমণ করব? এবার সামনে যদি এমন খোরাক পাওয়া যায়, তার পিছনে মানুষ লাগবে না তো কী করবে? ডোন্ট টাচ মাই বডি... ডোন্ট টাচ মাই বডি বলে মহিলাদের মতো আচরণ করবে, আর ওঁকে কিছু বলা হবে না? পুলিসের আবার মহিলা, পুরুষ কী? শুভেন্দু চাপে পড়ে গিয়েছে। একটা খিল্লি। পুরুষ না মহিলা ঠিক নেই নিজের।"


শুভেন্দু অধিকারীকে 'ক্লিব বিরোধী দলনেতা' বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল মুখপাত্র দাবি করেন, "শুভেন্দু অধিকারী জ্ঞানবন্ত সিংকে দেখেছেন বলেছেন। উনি তো ওখানে ছিলেনই না। শুভেন্দু আসলে মহিলাকে পুরুষ দেখছেন। নিজেকে কী ভাবছেন কে জানে...শুভেন্দু আগে জবাব দিক, ও পালিয়ে গেল কেন? ওঁর সঙ্গে মহিলার কী সম্পর্ক? ওঁর শারীরিক, মানসিক প্রবলেম রয়েছে। আমি বলতে পারব না, সেটা মেডিক্যাল পরীক্ষার বিষয়।" 


আরও পড়ুন, Mamata Banerjee: বাংলায় ১০ হাজার বেতন পেলেও ৫০০০ জমবে, হিসেব বুঝিয়ে দিলেন মমতা!


এরপরই আরও বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "আমরা ব্যক্তিগত আক্রমণ চাই না। শুভেন্দু অধিকারী সিবিআই, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে কুরুচিকর মন্তব্যের সূত্রপাত করেছেন। শুভেন্দু আগে তালিকা দিয়ে বলুন, ওঁর পরিবারের কে কে, কোন কোন পদে ছিলেন...কোনও এক নেতার ব্যক্তিগত দেহরক্ষীকে খুনের অভিযোগ রয়েছে। হোমোসেক্সুয়ালিটির বিষয় উঠে আসছে। কেন সেই তদন্ত থমকে থাকবে...একজন যৌন বিকৃত হোমোসেক্সুয়াল নেতা তাঁর ব্যক্তিগত রক্ষীকে যৌন নির্যাতন করলেন এবং পরে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাঁকে খুন করলেন...পুলিস জানাক কে সেই নেতা?" এরপর  বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে তৃণমূল নেতা জানান, তিনি শুভেন্দু অধিকারীর কথা বলছেন না। এমনকী, শুভেন্দু অধিকারী সমকামী কি, সমকামী নন, সেটা নিয়েও মন্তব্য করবেন বলে জানান কুণাল ঘোষ। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)