অয়ন ঘোষাল: দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ শাণিয়েছেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ওটা পড়িনি। পুকুরে ইলিশ মাছ চাষের মতো। আঞ্চলিক দল। তার আবার ইশতেহার’।


মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিচ্ছেন না কেন? থানায় ঢুকে কর্তব্যরত পুলিস আধিকারিককে 'ধমক' দেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, 'আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। আমি অভিযোগ করছি। আপনি বাধ্য আমার অভিযোগ নিতে'। বুধবার পুলিসের সঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের বাদানুবাদ সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘পুরো লড়াই পুলিসের সঙ্গে জনতার। জনতার পক্ষে বিজেপি। আর পুলিস মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছে। মমতা ব্যানার্জি কাল কার্যত দাঙ্গা লাগালেন’।


আরও পড়ুন: Dum Dum Railway Station: শিয়ালদহ শাখায় আজ থেকে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি এড়াতে আগেভাগে জেনে নিন তালিকা


তিনি দাবি করেন, ‘শক্তিপুরে পারমিশন পাওয়া মিছিলের ওপর যেভাবে ইট বর্ষণ হয়েছে। পুলিসের উপরেও হয়েছে। প্রায় ২০ জনের বেশি আহত, মাইনর সহ। কাল রাতে পূর্ব মেদিনীপুরের এগরাতেও মিছিলের ওপর হামলা করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি কাল রাতেই রাজ্যপালকে মেইল করেছি। বলেছি আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন’।


মামলা করার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, ‘গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজনে বিরোধী দলনেতাকে জনস্বার্থ মামলা করতে বাধ্য হবে। গতবার করেছিলাম বলে রিষড়া, ডালখোলা এবং শিবপুরে পুলিস দাঁড় করিয়ে প্রসেসন পাস করিয়েছে। এখানে কোনও সম্প্রদায়ের মানুষ যুক্ত সেটা আমি বলছি না। তৃণমূলের গুণ্ডা এবং ক্রিমিনালরা যুক্ত’।


অধীর চৌধুরীর ঝামেলায় জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘করবেই তো। হিন্দুরা অত্যাচারিত। কাল দেড়শো দোকান লুঠ হয়েছে। অধীর চৌধুরী হিন্দুদের ভোটে এমপি হতেন এতদিন। উনি তো প্রটেকশন দিতে পারছেন না। সংবিধান সংখ্যালঘুদের প্রটেকশন দেওয়ার ব্যবস্থা গোটা দেশে থাকে। মুর্শিদাবাদে সংখ্যালঘু কারা? হিন্দুরা। তারা আক্রান্ত হচ্ছে। তাদের ভোটে উনি জিতেছেন। যাদের ভোটে জিতলেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য গুণ্ডা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন’।


আরও পড়ুন: Summer Vacation: ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি! সোম থেকেই স্কুলে গরমের ছুটি?


এছাড়াও শিলিগুড়িতে রাজ্যপাল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘ঠিকই করেছেন। গতকাল আমারও রাজভবনের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি এলাকার বাইরে শিলিগুড়িতে থাকার দরকার আছে’।


তিনি আরও বলেন, ‘কাল যদি উদয়ন গুহর মতো গুণ্ডারা ভোট লুঠ করতে যায় সেই বিষয়ে দেখতে রাজ্যপাল তো সন্ধ্যে ৬টার পর মুভ করতে পারেন। রাজ্যপাল সহ আমরা যারা নিরাপত্তা পাই, তারা সন্ধ্যে ৬টার পর মুভ করতে পারি। জেড বা জেড প্লাস’।


তিনি আরও বলেন, ‘সন্ধ্যে ৬টার পর মুভ করে গুন্ডামি হওয়ার পর আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। তাই ওনার কাছাকাছি থাকার দরকার। উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে কমিশনের নির্দেশ মান্যতা দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গে নিজে থেকে গণতন্ত্র এবং মানুষকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। তিনি সেটা করার চেষ্টা করবেন এটা আমরা আশা করি’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)