অর্জুনের বাড়ি গিয়ে ঘণ্টাখানেক বৈঠক করলেন Suvendu
বৃহস্পতিবার রাতে অর্জুন-শুভেন্দু বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
নিজস্ব প্রতিবেদন: বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি যাবেন অর্জুন সিং (Arjun Singh)। তার আগে বৃহস্পতিবার তাঁর ভাটপাড়ার বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দু'জনের মধ্যে ঘণ্টাখানেক কথা হয়।
বৈঠক সেরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়েও। গতকাল রাজভবনে গিয়ে ঘণ্টা দেড়েক রাজ্যপালের সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য,'ঠেলায় না পরলে বিড়াল গাছে ওঠে না।'
বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) কথায়,'ঘরছাড়াদের কীভাবে ঘরে ফেরানো এবং দলীয় সংগঠন নিয়ে কথা বলেছি। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়েও আলোচনা হয়েছে।' গত ৯ জুন শুভেন্দুর ডাকে দিল্লিতে গিয়ে বৈঠক করেন অর্জুন সিং। স্বাভাবিকভাবে বৃহস্পতিবার রাতে অর্জুন-শুভেন্দু বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
আরও পড়ুন- বাংলার মানুষ ৬ মাসের মধ্যে উপনির্বাচন চান, দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে বলল TMC