জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'মানসিক অবস্থা ঠিক নেই'। শুভেন্দু অধিকারীকে 'গেট ওয়েল সুন' কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। যাঁরা শারীরিক সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন, তাঁদের কী জবাব দিচ্ছেন বিরোধী দলনেতা? হোয়াটস অ্যাপের স্ক্রিনশট টুইট করলেন যুব তৃণমূল নেতা সুদীপ রাহা। তাঁর দাবি, 'লোফারদের মতো আচরণ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অশালীন ভাষায় আক্রমণ করছেন,তার বিচার হওয়া উচিত'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনীতির ময়দানে একে অপরকে ছাড়েন না এক ইঞ্চি জমিও! স্রেফ 'কয়লা ভাইপো' সম্বোধন নয়, শহরের পাঁচতারা হোটেলে অভিষেকের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ও এলাহির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতার টুইট করেন,  'আজ রাতে তাজ বেঙ্গলে বিরাট  উৎসব চলছে।  কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের পার্টিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানস্থল পাহারা দিচ্ছে পাঁচশোরও বেশি পুলিসকর্মী, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টর রয়েছে'।


 



চুপ করে বসে নেই তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, 'জন্মদিন নয়, পাঁচতারা হোটেলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের অনুষ্ঠান ছিল। শুভেন্দুর মানসিক বিকৃত ঘটেছে। অভিষেক ফোবিয়া ভুগছেন'! তাঁর কথায়, 'অনুষ্ঠান হচ্ছে ফুটবলের। দিনের বেলায় ডায়মন্ড হারবার ক্লাবের কোচ ও ফুটবলাদের সাথে মিলিত হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিরোধী দলনেতা লিখছেন, রাতে ছেলে জন্মদিনের অনুষ্ঠান! কিছু উন্মাদ, পাগল, বিকৃতমনস্ক সেকথা গিলছেন। কারণ, ওটা বিরোধী দলনেতার টুইট'। 


আরও পড়ুন: Abhishek Banerjee: 'মানসিক অবস্থা ঠিক নেই', অভিষেকের নিশানায় শুভেন্দু


এদিকে এই ঘটনার পর শুভেন্দুকে 'গেট ওয়েল সুন' পাঠানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল ছাত্র ও যুব সংগঠন। বস্তুত,  সোমবার থেকে সেই কর্মসূচি শুরুও হয়েছে। অনেকেই নাকি ইতিমধ্যেই বেনামে বিরোধী দলনেতাকে কার্ড পাঠিয়েছেন! গোলাপ ফুলে ছবি দেওয়া সেই কার্ড লেখা, 'লোডশেডিং এম এল এ শুভেন্দুর দ্রুত সুস্থতা কামনা করি'। যুব তৃণমূল নেতা সুদীপ রাহার দাবি, যাঁরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তাঁদের অশালীন ভাষায় পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু।


 



এদিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু অধিকারী আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন,  'মানসিক অবস্থা ঠিক নেই। বাড়ির বাইরে গান বাজলে আদালতে মামলা করে। অভিষেক আতঙ্কে ভুগছে। মনোবিদ দরকার'।  হোয়াটস অ্যাপে 'গেট ওয়েল সুন' জবাবে বিরোধী দলনেতা কী লিখেছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)