নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের দ্বিতীয় দিনে শুক্রবার বেলা ১টা নাগাদ বিধানসভার অধ্যক্ষের ঘরে ঢুকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দিল্লি গিয়েছেন মুকুল (Mukul Roy)। ফলে এ দিনের শুনানিতে হাজির হননি তিনি। প্রায় আধ ঘণ্টা অধ্যক্ষের ঘরে ছিলেন। বেরিয়ে এসে বিরোধী দলনেতা জানান, মুকুলের উপর দলত্যাগ আইন কার্যকরে আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে বিজেপি।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুলের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের বিষয়টি বেশিদিন ধরে ঝুলিয়ে রাখতে নারাজ বিজেপির পরিষদীয় দল। বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,'রাজ্যসভায় ওপেন ব্যালটে ভোট দিলে অন্য রাজ্যে অভিযোগ করতে হয় না। পরের দিনই বিধায়ক পদ বাতিল হয়ে যায়। এ রাজ্যে গত ১০ বছরে একটাও দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। গাজলের সিপিএম বিধায়কের ক্ষেত্রে ২৩ বার শুনানি হয়েছিল। আর একটা ভোট চলে এসেছিল। এবার স্পিকার দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশাবাদী। পূর্ব অভিজ্ঞতা বলে একটা ঘটনাতেও সময়ে নিষ্পত্তি হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানির নিষ্পত্তি হয় সেজন্য আদালতের হস্তক্ষেপ চাওয়ার চিন্তাভাবনা করেছি। অগাস্ট মাসেই এটা করব।'


 গত ১১ জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায় (Mukul Roy)। তবে খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক। পিএসি চেয়ারম্যান হিসেবে তাঁকে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচন নিয়ে গত সপ্তাহে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়।         


আরও পড়ুন- মমতার জমানায় প্রথমবার HIDCO-র চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী, নতুন দায়িত্বে Firhad


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)