নিজস্ব প্রতিবেদন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ মামলার নিষ্পত্তি হয়নি এখনও। তৃণমূলে ফিরলেন বিজেপি-র আরও ২ বিধায়ক। তাও আবার ২৪ ঘণ্টার ব্যবধানে! বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। দলত্যাগীদের বিরোধী দলনেতার 'নির্দেশ', এক সপ্তাহের মধ্যে 'অবস্থান' জানান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ যেন উলটপুরাণ! বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর এবার ভাঙন গেরুয়াশিবিরে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের উপস্থিতিতে এদিন ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বাগদার বিধায়ক  বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বললেন, 'একটা পরিস্থিতিতে ভুল করেছিলাম। যা হওয়ার ছিল না। বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্য়ায় পৌঁছে গিয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। বিজেপিতে কাজের পরিবেশ নেই। বহিরাগত নেতৃত্বে উপর মানুষ আকৃষ্ট হন না'। এর আগে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে শাসকদলের পতাকা নিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।


আরও পড়ুন: Tripura: বিপ্লব দেবের পদ্মবনে এবার ঘাসফুল ফোটানোর দায়িত্বে Sushmita Dev


দলত্যাগী দুই বিধায়ককেই চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে সংবাদমাধ্যমে তৃণমূলে যোগ দেওয়ার কথা উল্লেখ করে জানতে চাইলেন, এখন তাঁদের রাজনৈতিক অবস্থান কী? বলা হল, এক সপ্তাহের মধ্যে জবাব না পেলে ধরে নেওয়া হবে, তাঁরা দলত্যাগ করেছেন। চিঠিতে সঙ্গে আবার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের কপিও পাঠিয়েছেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষ। দলবদলের পর ফের ভোটে জেতেন দু'জনেই। তাঁদের 'ঘর ওয়াপসি' নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা  চলছিল।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)