প্রবীর চক্রবর্তী: তৃণমূল (TMC) সাংসদদের শুভেন্দুর (Suvendu Adhikari) চিঠি। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ (NDA)-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থনের জন্য চিঠি। জানা যাচ্ছে, সমস্ত সাংসাদদের চিঠি দিয়েছেন তিনি। শনিবার রাজ্যে আসছেন এনডিএ (NDA)-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিঠিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে যোগ্যতম। রাষ্ট্রপতি নির্বাচনে জয় লাভ করলে তিনিই হবেন দেশের প্রথম জনজাতি মহিলা রাষ্ট্রপতি। পূর্ব ভারত থেকেও প্রথম মহিলা রাষ্ট্রপতি। এ রাজ্যের শাসকদল যাতে এনডিএ প্রার্থীকে সমর্থন করেন, সেই দাবি জানান তিনি।


প্রসঙ্গত, রথের দিন দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সমর্থন নিয়ে মুখে খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো। এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি।" 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)