ওয়েব ডেস্ক: স্বর্ণেন্দুর লিভার পেলেন সংযুক্তা মণ্ডল। অ্যাকুউট লিভার ডিজিজে ভুগছেন। পাঁচ বছর ধরে SSKM হাসপাতালে চিকিত্সালধীন। কিডনি পেলেন নিরূফা আরা। দুবছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন নিরূফা। অঙ্গ নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রিন করিডরের ব্যবস্থা করে স্বাস্থ্য দফতর। একটি কিডনি প্রতিস্থাপন করা হয় অ্যাপোলো হাসপাতালেই। কিডনি পান হাওড়ার রীতা ভদ্র । দুটি চোখ পাঠানো হয় দিশা আই হসপিটালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বঙ্গোপসাগরে শক্তি বাড়াল নিম্নচাপ, সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু
   
SSKM-এ অঙ্গ প্রতিস্থাপনের জন্য চিকিত্স কদের দল তৈরি ছিল। অভিজিত্‍ চৌধুরীর নেতৃত্বে লিভার প্রতিস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিত্সকদের দল। গোপালকৃষ্ণ ঢালি ও রাজেন পাণ্ডের নেতৃত্বে কিডনি প্রতিস্থাপন হয়।


আরও পড়ুন  মানবতার আরও এক নজির, অঙ্গদান জীবনদান, আরও একবার দেখল তিলোত্তমা