করোনার চোখরাঙানির মধ্যেই রাজ্যে লাফিয়ে বাড়ছে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা
কলকাতায় ১১, রাজ্যে মোট ১৩ জন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত।
নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লুর সংক্রমণ। ইতিমধ্যেই কলকাতায় ১১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত বলে জানা যাচ্ছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৩।
কলকাতায় মেটিয়াবুরুজের একই পরিবারের ৬ জনের দেহে সোয়াইন ফ্লু সংক্রমণ ধরা পড়ে। আজ নতুন করে সেই পরিবারেই আরও একজনের দেহে সোয়াইন ফ্লু-র সংক্রমণ ধরা পড়েছে। একইসঙ্গে পার্কসার্কাসে একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে এক শিশু চিকিৎসাধীন রয়েছে। এর পাশাপাশি, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালেও ২ শিশু সহ ১ নার্স সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েও চিকিৎসাধীন।
আরও পড়ুন, '৫ মিটার দূর থেকে কথা বলুন,' মমতার করোনা দাওয়াই
আরও পড়ুন, করোনার কামড়ে প্রথম মৃত্যু কর্নাটকে, গ্রাসে কেন্দ্রশাসিত-সহ ১২ রাজ্য
জানা গিয়েছে, সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ওই নার্স আদতে মণিপুরের বাসিন্দা। ১০ মার্চ থেকে ভর্তি রয়েছেন তিনি। অন্যদিকে চিকিৎসাধীন দুই শিশুর মধ্যে একজন হুগলির নবগ্রামের বাসিন্দা। বয়স ১০ বছর। আর দ্বিতীয় শিশুটি ওড়িশার বালাসোর থেকে এসেছে। বয়স ২ বছর।