নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) বিরুদ্ধে নগরপালের কাছে অভিযোগ করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (সাম্প্রদায়িক উস্কানি) ও ২৯৫এ ধারায় (ধর্মীয় ভাবাবেগে আঘাত) অভিযোগ দায়ের করা হয়েছে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের কুমিল্লায় দুর্গামণ্ডপে উপদ্রব নিয়ে একটি সভায় বিতর্কিত মন্তব্য করেছেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। ওই মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা পুলিস কমিশনারের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। ফেসবুকে বিজেপির আইনজীবী নেতা লিখেছেন,''ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, বামফ্রন্টের নতুন সেক্যুলার মুখ (দুষ্টু লোক বাবা বলে) গতকাল ধড় থেকে গলা আলাদা করার হুমকি দিয়েছে। হনুমানজি'র মূর্তি কে অপমান করেছে, পুলিশ পদক্ষেপ নেবে? আমি একজন হিন্দু এবং আমার কর্তব্য ছিল অভিযোগ করা। আমি করেছি....দেখি পুলিশ কী করে...।''



কলকাতা পুলিস কমিশনারকে তরুণজ্যোতি লিখেছেন,''হিন্দু দেবতা হনুমানজি'কে অপমান করেছেন আব্বাস সিদ্দিকি। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে উপদ্রবের ঘটনায় সাফাই দিয়েছেন। আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিয়ো লিঙ্ক দেখুন। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে তাঁর ঘৃণা-মন্তব্যে। আমি হিন্দু। আব্বাস সিদ্দিকি আমার ধর্মকে আঘাত করেছেন। পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভয়ে রয়েছে। জাতপাত, ধর্মের উপরে উঠে আপনি ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করুন। এই অভিযোগপত্রটিকে এফআইআর হিসেবে বিবেচনা করা হোক। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ও ২৯৫এ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করুন।'' 


আরও পড়ুন- ঢাকার সঙ্গে যোগাযোগ নয়াদিল্লির; ভারতে প্রতিক্রিয়ার ব্যবস্থা নেবে কেন্দ্র, আশা Hasina-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)