`ঘরছাড়া কর্মীরা, কেএসএ পালিয়েছে,` আর্তি Tathagata-র; এগিয়ে এলেন Chandrima
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে দলের নেতাদের বিঁধে চলেছেন তথাগত (Tathagata Roy)।
নিজস্ব প্রতিবেদন: কর্মীরা ঘরছাড়া। দলের শীর্ষ নেতাদের বিঁধে টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। সেই টুইটের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) । সৌজন্য দেখিয়ে মন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিজেপি নেতা।
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে দলের নেতাদের বিঁধে চলেছেন তথাগত (Tathagata Roy)। নামের আদ্যাক্ষর দিয়ে নিশানা করেছেন চার নেতাকে। কর্মীদের ঘরছাড়ার অভিযোগ আরও একবার তাঁর আক্রমণের মুখে 'কেএসএডি' অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন ও দিলীপ ঘোষ। তথাগত (Tathagata Roy) টুইটারে দাবি করেছেন,''কাঁদতে কাঁদতে এসেছিলেন একজন কাছের মানুষ। জানালেন,কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বড় অঙ্কের টাকা দিলে ঘরে ফিরতে পারবেন তাঁরা। আমি অসহায়। কেএসএ পালিয়েছে। ডি কল তুলছেন না!''
তথাগতর এই টুইটে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি লেখেন,''স্যর আপনাকে অনুরোধ করছি আপনি বিস্তারিত তথ্য দিন। যে দলেরই হোক না কেন আমরা যেন সকলকে তাড়াতাড়ি সুরক্ষিত বাড়ি পৌঁছতে পারি। এই ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছি।''
চন্দ্রিমার আশ্বাস পেয়ে ধন্যবাদ জানালেন তথাগত। তাঁর কথায়,''অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার ব্যবহার প্রশংসনীয়। বলতে হবে, জয় উদারতা আনে। যদিও আমি কয়েকটা নাম আপনাকে বলতে পারি। আপনাদের পুলিস ও গোয়েন্দা বিভাগ রয়েছে। আপনি চেষ্টা করলে বহু মানুষকে ঘরে ফেরাতে পারেন।''
পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি চন্দ্রিমা। তিনি টুইটারে লিখেছেন, ধন্যবাদ! এই ধরনের ঘটনার মোকাবিলায় বদ্ধপরিকর তৃণমূল। আরও সজাগ থাকব আমরা। প্রয়োজন মতো ব্যবস্থা নেব।
তথাগত রায়কে ইতিমধ্যেই দিল্লিকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও এখন তিনি যাননি। রাজনৈতিক মহলে জল্পনা, বিজেপিতে এখন বিদ্রোহী তথাগত রায়। তাঁর টুইটের জবাব দিয়ে গেরুয়া শিবিরের বিদ্রোহকে খানিকটা উস্কে দিলেন চন্দ্রিমা।
আরও পড়ুন- ঘর ভাঙছে BJP-র? তৃণমূলের পথে পা বাড়িয়ে ৩ সাংসদ ও ৮ বিধায়ক