ওয়েব ডেস্ক : কী বলা যায় একে? কতটা অমানবিক হলে এধরনের কাজ করা যায়! স্কুলে অঙ্ক পরীক্ষা ছিল। ভালোমতই পরীক্ষা দিতে গিয়েছিল ক্লাস ফোরের ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা দিতে বসে রোল নম্বরটি ভুল লিখে ফেলেন ছোট্ট বাচ্চাটি। আর সেই অপরাধে ক্লাস ফোরের ওই ছাত্রীকে বেধড়ক মারলেন এক শিক্ষিকা। এমনই অভিযোগ দমদমের সেন্ট স্টিফেন্স স্কুলে।


অভিযোগ শিক্ষিকার মারের চোটে ছাত্রীর কান থেকে রক্তপাতও হয়। আজ সকালে দমদম থানায় শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। গতকালের ঘটনার পর আজ স্কুলে আসেননি অভিযুক্ত শিক্ষিকা পিউশ মালাকার। তাঁকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।