ওয়েব ডেস্ক: গণেশ উৎসবে অন্যরকম উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার টিম পজিটিভ রাস্তার কুকুরদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছিল টিম পজিটিভ। তাদের সঙ্গে ‌যোগ দিয়েছিল গোয়ালাবাগান চাষি পাড়া পুজো কমিটি। খাওয়ানো হয় প্রায় ৭০টি রাস্তার কুকুরকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উদ্যোক্তাদের দাবি, গণেশ উৎসবে পূজিত হন গজরাজ। তাই মানুষ নয়, প্রাধান্য পাওয়া উচিত প্রাণীদেরই। ‌যদিও উপেক্ষিত থেকে ‌যায় তারাই। বরং উৎসবের সময় শব্দ ও আলোর জন্য বিভিন্নভাবে উত্যক্ত হয় পশুপাখিরা। 




 


মনুষ্যসুলভ এই উপেক্ষাকে অগ্রাহ্য করে তাই উৎসবে সারমেয়দের ভোজনের আয়োজন করেছিল টিম পজিটিভি। ভবিষ্যতেও তাঁরা এই ধরণের কর্মসূচি নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।