ওয়েব ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কবলে বিগ বি'র বিমান। আজ কলকাতা থেকে টেক অফের ঠিক আগে, থামিয়ে দেওয়া হয় বিমানটিকে।


কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গতকালই শহরে আসেন অমিতাভ বচ্চন। আজ মুম্বই ফেরার জন্য সকাল সোয়া নটায় জেট এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন তিনি। কিন্তু টেক অফের আগেই,  রানওয়ে থেকে ফিরিয়ে আনা হয় বিমানটি। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। এরপর বেশ কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে গন্তব্যে উড়ে যায় বিমানটি। আরও পড়ুন, কার্ডে নাম নেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের সূচনায় আসছেন শাহরুখ