নিজস্ব প্রতিবেদন : ভালবেসে দেওয়া উপহার ফিরিয়ে দিয়েছিল প্রেমিকা। আর তারপরই অভিমানে আত্মঘাতী হল কিশোর প্রেমিক। মৃতের নাম সোমনাথ দাস। বয়স ১৯ বছর। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, কুঁদঘাট এলাকায় একটি দোকানে কাজ করত সোমনাথ। কলকাতার সুভাষ পার্কের বাসিন্দা বছর ১৬-র এক কিশোরীর সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। দুই পরিবারই এই সম্পর্কের কথা জানত। তব সম্প্রতি যুগলের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল। সেই কারণেই শনিবার সন্ধ্যায় প্রেমিক সোমনাথকে ডেকে পাঠায় ওই কিশোরী। সন্ধ্যা ৮টা নাগাদ প্রেমিকার সঙ্গে দেখা করে সোমনাথ। তখনই তার দেওয়া সমস্ত উপহার সোমনাথকে ফিরিয়ে দেয় ওই কিশোরী। 


এরপরই বাড়ি ফিরে নিজের ঘরে গলায় কাপড়ের ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় সন্দেহ হয় মায়ের। তখনই দরজা ভেঙে সোমনাথ দাসের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। দেহ এসএসকেএম-এ নিয়ে আসা হলে, সেখানে চিকিৎসকরা সোমনাথ দাসকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিস মনে করছে, অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছে ওই কিশোর। দেহে অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানা গিয়েছে। পরিবারের তরফেও জানা গিয়েছে, বাড়ি ফেরার পর খুবই মনমরা ছিল সোমনাথ। কারোও সঙ্গেই বিশেষ কোনও কথা বলেনি সে।


আরও পড়ুন, ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার! অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR করল ACB