Weather Update: সোমবার থেকে নামবে পারদ, শীতের বিদায় কবে জানিয়ে দিল হাওয়া অফিস
পঞ্জাব ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়
অয়ন ঘোষাল: দিন ও রাতের তাপমাত্রা বাড়লেও আগামী দুদিন বেশ খানিকটা বদল হবে আবহাওয়ায়। সোম ও মঙ্গলবার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে। তবে বুধবার থেকে তা ফের উপরের দিকে উঠতে থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-'দিল্লিতে যে শাসন চলছে, সেটা ভারতবর্ষের প্রতি মঙ্গলময় বলে মনে করি না'
কোথায় কুয়াশা
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পংএ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। ঘন কুয়াশা হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে।
তাপমাত্রার বদল
দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়ল। দিনের বেলায় রীতিমত গরম অনুভূত হবে। সোমবার থেকে পারদ নামতে থাকবে। বুধবারের পর থেকে পারদ ক্রমশ উর্ধ্বমুখী হবে, কার্যত শীতের বিদায়।
কলকাতা
সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ উধাও। বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রার পরিসংখ্যান
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ থেকে বেড়ে ২২.২ ডিগ্রি হয়েছে। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি থেকে বেড়ে ৩১.৭ ডিগ্রি হয়েছে।
সিস্টেম
পঞ্জাব ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
ভিন রাজ্য
আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর ভ্যালি জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পঞ্জাব চণ্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল এলাকায় দমকা হাওয়া বইবে ৩০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত। বিহার ও ওড়িশার বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমবে আসাম মেঘালয় এবং ত্রিপুরায়।