ওয়েব ডেস্ক: রাজ্যের স্কুলগুলির বেহাল ছবি এবার ফুটে উঠল সর্বশিক্ষা মিশনের রিপোর্টে। ২০১৫-১৬ সালে সর্বশিক্ষা মিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-শিক্ষক অনুপাত তলানিতে এসে ঠেকেছে। যে অনুপাতে ছাত্র-শিক্ষক সংখ্যা থাকা উচিত, কোথাও তা দ্বিগুন-কোথাও আবার দ্বিগুনেরও বেশি। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ছাত্র-শিক্ষক অনুপাত।সর্বশিক্ষা মিশনের প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিপুরদুয়ারে প্রায় ৮৩ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।  
জলপাইগুড়িতে প্রায় ৮৩ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।  
কোচবিহারে প্রায় ৬৫ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
মালদহে প্রায় ৯২ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।


আরও পড়ুন বালিগঞ্জে কর্মী বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল ওয়াগন কারখানা


উত্তর দিনাজপুরে প্রায় ৭৩ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১জন।
মুর্শিদাবাদে প্রায় ৭৫ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
নদিয়ায় প্রায় ৮০ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
বীরভূমে প্রায় ৬৫ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
পশ্চিম মেদিনীপুরে প্রায় ৬৪জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
পুরুলিয়ায় প্রায় ৬৪ জন ছাত্রপিছু ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।
দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৬১ জন ছাত্রপিছু শিক্ষক রয়েছেন ১ জন।


আরও পড়ুন  পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত মানিকতলা