১৮ ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রয়েছে করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ
এদিকে রাতেই বৃদ্ধার পরিবার-পরিজনরা মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার বাসিন্দারা বাধা দেন।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু। কিন্তু মানতে অস্বীকার পরিবারের। ঘণ্টার পর ঘণ্টা বাড়িতেই পড়ে রইল দেহ।
বুধবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ বেনিয়াপুকুর ক্রিস্টেফার রোডের বাসিন্দা বছর একাত্তরের নুপূর দাশগুপ্তের মৃত্যু হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ করোনায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। এদিকে রাতেই বৃদ্ধার পরিবার-পরিজনরা মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার বাসিন্দারা বাধা দেন।
এলাকাবাসীদের বক্তব্য আক্রান্ত ছিলেন ওই বৃদ্ধা। একপ্রকার স্থানীয়দের চাপে পড়েই ফের পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে । তবে বৃদ্ধার পরিজনদের দাবি, প্রথমে পজিটিভ এলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে।
আরও পড়ুন: সোমেনের মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল-গেহলট-অধীরের, সমবেদনা জানালেন মমতা
এদিকে অবশ্য এলাকাবাসীদের অভিযোগ, ডেথ সার্টিফিকেট ভুয়ো। রাতে পুলিস প্রশাসনের দ্বারস্থ হয়েও কেউ আসেননি বলে অভিযোগ এলাকাবাসীর। পুলিস না আসায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়িতেই পড়ে রয়েছে বৃদ্ধার দেহ।