ওয়েব ডেস্ক: দফা ছয়। দক্ষিণে (কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা) ক্যাপিটালিস্টদের লড়াইয়ে নজর থাকবে গোটা রাজ্যের। প্রার্থীরা এখানে হেভিওয়েট কেবল জনপ্রিয়তায় নয়, প্রার্থী কত 'হেভি' তা আসলে মাপতে হবে টাকার অঙ্কে। লাখপতি আর কোটিপতি, দক্ষিণে জিতবে কে? 'তথাকথিত দক্ষিণপন্থী' না 'সর্বাহারা বাম'-জমাটি লড়াইয়ে জয় পরাজয়ের রেজাল্ট আউট ১৯ মে। শনিবার, ৩০ এপ্রিল, ভোটের পরীক্ষায় ষষ্ঠ দফায় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়), বৌদি (দীপা দাশমুন্সি) ছাড়াও নজর কাড়বেন জাভেদ আহমেদ খান (তৃণমূল কংগ্রেস, কসবা কেন্দ্রের প্রার্থী), ইকবাল আহমেদ (তৃণমূল কংগ্রেস, খানাকুল কেন্দ্রের প্রার্থী), কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস, বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী), ফিরহাদ হাকিম (তৃণমূল কংগ্রেস, কলকাতা বন্দর কেন্দ্রের প্রার্থী), পার্থ চট্টোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস, বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী), আব্দুর রেজ্জাক মোল্লা (তৃণমূল কংগ্রেস, ভাঙর কেন্দ্রের প্রার্থী), দীপা দাশমুন্সি (কংগ্রেস, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী), অম্বিকেশ মহাপাত্র (নির্দল, বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী), জ্যোতির্ময়ী শিকাদার (সিপিএম, সোনারপুর উত্তর কেন্দ্রের প্রার্থী)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একাই লাখপতি, বাকি সবাই কোটিপতি। 'চাষার বেটা' যার ইউএসপি সেই বিতর্কিত নেতা রেজ্জাক সাহেবের বর্তমান সম্পত্তি কোটি টাকার ওপর। কোটি টাকার হেভিওয়েটদের মধ্যে একজন 'একাই একশো', বামেদের জ্যোতির্ময়ী। কোটিপতিদের দৌড়ে সবার উপরে যিনি, তিনি অবশ্য তৃণমূলের নন। মগরাহাট পশ্চিমে কংগ্রেস প্রার্থী খালিদ এবাদুল্লাহ, বর্তমানে ২০ কোটি টাকার মালিক। এই সমস্ত তথ্য, 'ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ' নামের একটি সংগঠনের রিপোর্ট থেকে নেওয়া হয়েছে।


একনজরে প্রার্থীদের সম্পত্তির পরিমাণ-