Metro Services: সোমবার থেকে ১৫ মিনিট অন্তর স্পেশাল ট্রেন, রবিবার সম্পূর্ণ বন্ধ
সোমবার থেকে শনিবার প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদন- কলকাতায় মেট্রোয় ট্রেনের সংখ্যা আরও বাড়ছে। আগামী সোমবার থেকে আপ ও ডাউন মিলিয়ে দিনে ৪০টি করে মেট্রো চলবে। শুক্রবার জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই মেট্রো চাপতে পারবেন। রক্ষণাবেক্ষণ স্পেশাল হিসেবে ট্রেনগুলিকে চালানো হবে।
আরও পড়ুন: উঠে যাচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ; সরছে টি বোর্ড-ডিভিসির অফিস! কেন্দ্রকে চিঠি অমিত মিত্র-র
কোভিড বিধিনিষেধে গত ১৬ জুন থেকে রাজ্যে বেশ কিছু ছাড় মিলেছে। কার্যত লকডাউন চলাকালীন দিনে দুটো করে ট্রেন চালালেও, গত বুধবার থেকে সংখ্যাটা বাড়ানো হয়। তারপর থেকেই সকাল-বিকেল মিলিয়ে ট্রেনের সংখ্যা দু জোড়া করা হয়। স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ককর্মী, পুলিশকর্মী, সংবাদমাধ্যম ও বিমাকর্মীদের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সচিত্র পরিচয়পত্র সহ ট্রেনে চাপার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: 'পুনর্গণনা হোক', নন্দীগ্রামের পর হাইকোর্টে মামলা আরও ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর
আগামী সোমবার থেকে সেই ট্রেনের সংখ্যাই একলাফে বাড়িয়ে দৈনিক ৪০টি করা হয়েছে। এরমধ্যে ২০টি চলবে আপ লাইনে, ডাউন লাইনেও একইরকমভাবে চলবে আরও ২০টি ট্রেন। সোমবার থেকে শনিবার প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। রবিবার মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মেট্রো রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।