নিজস্ব প্রতিবেদন:  টালা ব্রিজের নক্সা নিয়ে রেলের আপত্তিকে মান্যতা দিল রাজ্য। খতিয়ে দেখতে বৈঠকে বসছে পূর্ত দফতর। ডিজাইন পাল্টানোর পর ফের বৈঠক। থাকবেন মুখ্যসচিবও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টালা ব্রিজের নতুন নকশা ঘিরে এমনিতেই একাধিক জটিলতা। জানা গিয়েছে, নতুন ব্রিজের জন্য যে নকশা তৈরি করা হয়েছে, তাতে তিন বছরের মধ্যে কাজ শেষ করা অসম্ভব বলে মনে করছে রেল। বর্তমানে যে ভাবে ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়েছে, তাতে রেল লাইন সরিয়ে কাজ করতে হবে। আর সবমিলিয়ে তাতে বিস্তর সময় লেগে যাবে। ফলে রেল কর্তৃপক্ষ মনে করছে, তিন বছরের মধ্যে কাজ শেষ করতে হলে নকশা বদল করতেই হবে। তাই এই জটিলতার বিষয়টি ইতিমধ্যেই রাজ্যকে জানায় রেল।  


রেলের যা যা আপত্তি জানিয়েছে তা খতিয়ে দেখবে রাজ্য। পূর্ত দফতর এ নিয়ে আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। ডিজাইন পাল্টে ফের রেলকে দেবে রাজ্য। তারপর রেলের সঙ্গে বৈঠক করবে। ওই বৈঠকে থাকবেন মুখ্যসচিব। রাজ্য চাইছে দ্রুত ডিজাইন পাল্টে ফেলতে। এরপর টেন্ডার ডেকে পিপিপি মডেল এ কাজ হবে।


আরও পড়ুন- কলকাতা সহ দক্ষিণবঙ্গে সন্ধের পর বৃষ্টির পূর্বাভাস