সৌমেন ভট্টাচার্য: উড়ান নেওয়ার মুহুর্তেই ট্যাক্সিওয়েতে আটকে গেল চাকা! দীর্ঘক্ষণ পর ফলো গাড়ি করে গর্ত থেকে তোলা হয় বিমানটিকে। গন্তব্য়ের উদ্দেশ্য রওনা দিতে সময় লাগল প্রায় এক ঘণ্টা। বিপত্তি ঘটল দমদম বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমান বন্দর সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন কলকাতা থেকে মুম্বই উড়ে যাওয়ার কথা ছিল বেসরকারি সংস্থার একটি বিমানের। নির্ধারিত সময়ে আগে যথারীতি বিমানে উঠে পড়েছিলেন যাত্রীরা। এরপর বিমানটিকে যখন রানওয়ের দিকে যাচ্ছিল, তখনই ট্যাক্সিওয়েতে আটকে যায় বিমানে যায়। এগনো তো দূর অস্ত, বরং দেড়শো জনেরও বেশি যাত্রী নিয়ে আটকে ছিল বিমানটি।


আরও পড়ুন: Amarnath Cloudbrust: নবান্নে চালু কন্ট্রোলরুম; 'আমি হতবাক ও দুঃখিত', টুইট মুখ্যমন্ত্রীর


তারপর? ঘটনাস্থলে পৌঁছয় ইঞ্জিনিয়াররা। ফলো গাড়ি করে বিমান অন্য রানওয়ের দিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নির্ধারিত সময়ে প্রায় এক ঘণ্টা পর বিমানটি মুম্বই উড়ে যায়। এই দুর্ঘটনার ফলে আবার ট্যাক্সিওয়েটির ক্ষতি হয়েছে। মেরামতির কাজ চলছে বলে খবর।