নিজস্ব প্রতিবেদন:   পাশেই শুয়ে ছিলেন গোয়েন্দা বিভাগের কর্মী। কিন্তু চোরের ছাতি ৫৬ ইঞ্জি। ঘুমন্ত গোয়েন্দার পাশ থেকেই চুপিসারে কাজ সারে সে! আস্তে আস্তে ঝুলিতে ঢোকায় সোনার গয়না, নগদ টাকা! না, গোয়েন্দা বিভাগের কর্মীর বাড়িতে চুরি করতে যায়নি সে, বরং চুরি করতে ঢুকেছিল খোদ পুলিস আবাসনেই। পুলিসের ঘর থেকেই চুরি গেল কয়েক লক্ষ টাকার জিনিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বৃহস্পতিবার রাতে টালিগঞ্জের পুলিস আবাসনে চুরি হয়। মধ্যরাতেই ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতে বাড়িতেই শুয়েছিলেন গোয়েন্দা বিভাগে কর্মরত এসকে মুস্তাফা। দরজার লক খুলেই ঘরে ঢুকেছিল চোর। কিন্তু টের পাননি মুস্তাফা।


প্রেমিক বন্ধুদের দিয়ে গণধর্ষণ করিয়েছিল, কোলাঘাটের সেই নির্যাতিতা দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু!


এরপর হাতের কাজ সেরেছিল অত্যন্ত নিপুণতার সঙ্গে। খাটের পাশেই ঘরের লকার খুলে আস্তে আস্তে বের করে নিয়েছে সোনা ও নগদ টাকা। যতক্ষণে মুস্তাফার ঘুম ভেঙেছে, ততক্ষণে সব ফক্কা!


এভাবে পুলিসের ঘরেই চুরি হওয়ায় উঠছে প্রশ্ন! তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তদন্ত শুরু করেছে টালিগঞ্জ থানার পুলিস।