ওয়েব ডেস্ক: আজ লালবাজার অভিযানে পথে নামছে রাজ্য বিজেপি। বামদেরে নবান্ন অভিযানের থেকে শিক্ষা নিয়ে আজ কোনও রকম বিপর্যয় ঠেকাতে স্ট্রাটেজি নিল কলকাতা পুলিস।  আজ বিজেপির লালবাজার অভিযানে প্রায় আড়াই হাজার অতিরিক্ত পুলিস বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানিয়েছে লালবাজার। 


মূলত বিবি গাঙ্গুলি স্ট্রিট-ফিয়ার্স লেন ক্রসিং, গণেশ অ্যাভিনিউ-বেন্টিঙ্ক স্ট্রিট ক্রসিং এবং বেন্টিঙ্ক স্ট্রিট ধরে পরপর ব্যারিকেড রাখা হবে। একই ধরনের ব্যারিকেড বিবি গাঙ্গুলি-সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং এবং গণেশ অ্যাভিনিউ ধরে পরপর থাকবে।  সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মূলত কাঠ ও লোহার রোড রেলিংয়ের ব্যারিকেড খাড়া করা হবে। বিবি গাঙ্গুলি স্ট্রিট-ফিয়ার্স লেন ক্রসিং, গণেশ অ্যাভিনিউ-বেটিঙ্ক স্ট্রিট ক্রসিং এবং বেন্টিঙ্ক স্ট্রিটের ওপরেও কয়েক জায়গায় ব্যারিকেড হবে অ্যালুমিনিয়াম ওয়ালের। অ্যালুমিনিয়াম ফেন্সিংয়ের ওপারে থাকবে রোবোকপ। থাকছে RAF, কমব্যাট ফোর্সের পাশাপাশি লাঠিধারী পুলিস, টিয়ার গ্যাসের বন্দোবস্তও। [স্যানিটারি ন্যাপকিন তৈরি করে ৪ স্কুল পড়ুয়ার সমাজ বদলের ভাবনা!