নিজস্ব প্রতিবেদন : বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ তো হয়েই থাকে। কিন্তু এবার    উপনির্বাচনেও ইশতেহার প্রকাশ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ- এই তিন কেন্দ্রের উপনির্বাচনে পৃথক পৃথক ইশতেহার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জ- এই তিন কেন্দ্রের মধ্যে করিমপুর বাদে লোকসভা নির্বাচনের নিরিখে বাকি দুটি কেন্দ্রে বেশ পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তিন উপনির্বাচন কেন্দ্রের স্থানীয় সমস্যা ও প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই তৈরি হয়েছে ইশতেহার। সমীক্ষার কাজ করেছে টিম পিকে।


আরও পড়ুন - বকেয়া বিদ্যুত বিল, সঙ্কটে BSNL, মমতাকে চিঠি দিয়ে টাকা মেটানোর সময় চাইল কেন্দ্র


গত কয়েক মাসে তিন উপনির্বাচন কেন্দ্রের বিভিন্ন  এলাকায় সমীক্ষা করে এলাকাভিত্তিক বেশ কিছু সমস্যা  এবং সেই এলাকার প্রয়োজনীয়তা বার করেছে টিম পিকে। আজ খড়গপুর কেন্দ্রের ইশতেহার প্রকাশ করা হবে। বাকি দুই কেন্দ্রেও এক সপ্তাহের মধ্যে ইশতেহার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।