ওয়েব ডেস্ক :  শয়ে শয়ে মৃত মাছের ঝাঁক ভেসে উঠল রবীন্দ্র সরোবরে। ঘটনায় চাঞ্চল্য চরমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেকের জলে দূষণ বাড়ছে, অনেক বার এই অভিযোগ তুলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এ সংক্রান্ত মামলাও চলছে আদালতে। লেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব KIT-র। নিয়ম করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দিয়ে তাদের জল পরীক্ষা করানোর কথা। কিন্তু তা আদৌ হচ্ছে কী? যদি হয় তাহলে এমন অবস্থা কেন? প্রশ্ন প্রাতঃভ্রমণকারীদের।



আজ সকালে আচমকা দেখা যায়, লেকের জলে ভেসে উঠছে একের পর এক মৃত মাছ। দুর্গন্ধে ভরে ওঠে চারদিক। লেক সৌন্দর্যায়নের কাজ যুদ্ধকালীন তত্‍পরতায় হলেও, পরিবেশ রক্ষা-দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কেন এত গা ছাড়া মনোভাব KIT-র? প্রশ্ন লেকে প্রাতঃভ্রমণকারী এবং বিভিন্ন NGO-র।


ভিডিওতে দেখুন কীভাবে মরে পড়ে রয়েছে মাছ,