`আজই বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে`, হুমকি ফোন নবান্নে
কলকাতা বিমানবন্দরের পর এবার নবান্ন। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে নবান্ন। এমনই হুমকি দিয়ে ফোন এল নবান্নে।
ওয়েব ডেস্ক : কলকাতা বিমানবন্দরের পর এবার নবান্ন। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে নবান্ন। এমনই হুমকি দিয়ে ফোন এল নবান্নে।
আজ সকাল ৯টা ২২ মিনিট নাগাদ একটি ফোন আসে নবান্নের কন্ট্রোলরুমে। সেই ফোনে এক পুরুষকণ্ঠ হুমকি দেয় উড়িয়ে দেওয়া হবে নবান্ন। আজ বেলা ২টো নাগাদ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে নবান্ন। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই গোটা নবান্ন চত্বর মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। শুরু হয় তল্লাশি। উপস্থিত হয় বম স্কোয়াড ও পুলিস কুকুর। গোটা নবান্ন জুড়ে তল্লাশি চালাচ্ছে তারা।
আরও পড়ুন, কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ফোনে চাঞ্চল্য!