নিজস্ব প্রতিবেদন: আলিপুর চিড়িয়াখানায় এল নতুন তিন সদস্য। বিশ্বাস আর শ্রুতির তিনটি নতুন সিংহ শাবকের জন্ম হয়েছে চিড়িয়াখানায়। আর তাদের ঘিরে এখন নতুন উন্মাদনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



২০১৭ সালে হায়দরাবাদ থেকে নিয়ে আসা হয় বিশ্বাস আর শ্রুতিকে। বিশ্বাস এখন বারো বছরের আর শ্রুতির বয়স ৬।  বিশ্বাসের ঔরসে শ্রুতি ২৮ জুন তিনটি শাবকের জন্ম দিয়েছে আলিপুর চিড়িয়াখানায়।



হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকের আগেই জামিন NRS-কাণ্ডে ৫ অভিযুক্তর


গত শুক্রবার সকাল ৯.৬০ মিনিটে প্রথম সন্তানের জন্ম দেয় শ্রুতি। তারপর ১০.১২ ও ১২.২৪-এ আরও দুই সন্তান কোল আলো করে আসে তার। ১৯৯২ সালের পর আবার আলিপুর চিড়িয়াখানায় জন্ম হল তিন সিংহ শাবকের। শাবক দু’টির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আপাতত, বিশেষজ্ঞ চিকিৎসকরা শাবকদু’টির দেখভাল করছেন। এই নিয়ে আলিপুর চিড়িয়াখানায় সিংহের সংখ্যা হল ৫।  নতুন অতিথির আগমনে খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়।