TMC: কংগ্রেসকে সমর্থন নয়, রাজ্যসভার ৪ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
মনোনয়ন পেলেন না শান্তনু সেন, আবির বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তী।
প্রবীর চক্রবর্তী: কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে সমর্থন নয়। বাংলা থেকে রাজ্যসভার ৪ আসনেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। কারা হচ্ছেন প্রার্থী? সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, নাদিমূল হক। সঙ্গে সাংবাদিক সাগরিকা ঘোষও।
আরও পড়ুন: Narayanpur: প্রেমের ফাঁদে পড়েই সর্বস্ব খুইয়েছেন যুবতীরা! এবার নাগা রাজেনের খেলা শেষ
আর বেশি দেরি নেই। রাজ্যসভায় বাংলার ৫ সাংসদের মেয়াদ শেষ। ভোট কবে? ২৭ ফ্রেরুয়ারি। মনোনয়নের পেশের শেষদিন ১৫ ফেব্রুয়ারি। সংখ্যার নিরিখে এবার রাজ্যসভায় ৪ সাংসদকে পাঠাতে পারবে তৃণমূল। আর ১ জন সাংসদ থাকবেন বিজেপির।
এর আগে, রাজ্যসভার তৃণমূল সাংসদ ছিলেন শান্তনু সেন, আবির বিশ্বাস ও শুভাশিস চক্রবর্তী। কিন্তু এই তিনজনকে এবার আর মনোনয়ন দেওয়া হল না। জোড়াফুলে সমর্থনে এ রাজ্য থেকে সাংসদ মনোনীত হয়েছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংহভি। কিন্তু লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন অব্যাহত। ফলে সিংহভিকে ফের রাজ্যসভায় পাঠানোর জন্য কংগ্রেস যেমন অনুরোধ করেনি, তেমনি তাঁকে সমর্থন করল না তৃণমূলও।
আরও পড়ুন: CPM MLA Arrested: বাঁশদ্রোণী এলাকা থেকে আটক সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)