কলকাতা: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর আজ আর ৫টা দিনের মত নেই। পিপীলিকার মত মানুষ আজ ধর্মতাল থেকে নিউমার্কেটের দিকে ছুটছে না। স্বাধীনতা দিবসে নিউ মার্কেট কার্যত ছুটির দিনের মতই চেহারা নিয়েছে। নেই পুজোর কেনাকাটার ভিড়ও। চারিদিকে ভারতের তেরঙ্গা পতাকার সঙ্গেই সহাবস্থান হয়েছে তৃণমূলের দলীয় পতাকার। মাইকে গম গম করে কখনও বাজছে 'বন্দেমাতরম' কখনও 'জন গণ মন'। হঠাৎ গোটাটাই যেন 'পরিবর্তন' হল মোচ্ছবে! গেরুয়া, সাদা আর সবুজ রঙ দিয়ে আদ্যপ্রান্ত মোড়া মঞ্চে বসে যুবকরা, সামনে চলছে 'চটুল নৃত্য'। অল্পবয়সী তরুণীরা একে একে মঞ্চে আসছেন আর নাচ করছেন। স্বাধীনতা দিবসে সকালের পতাকা উত্তোলন বিকেলে হঠাৎ যেন তৃণমূলের বিজয় উৎসবে পরিণত হল। বিড়ি জ্বালাইলে থেকে ভোজপুরী একের পর এক গান বাজছে মাইকে, নাচ চলছে তৃণমূল যুব কংগ্রেসের মঞ্চে, বাদ গেলনা সিটি, হাততালি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতার ৬৩ নম্বর ওয়ার্ড। যুব নেতা বিশাল খটিকের পৃষ্ঠপোষকতায় একেবারে এলাহি আয়োজন। চটুল নৃত্যের ছবি ক্যামেরা বন্দি করছেন তৃণমূলের যুব নেতারা। সবটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখুন ছবি-