ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের দিনেও রক্ষে নেই। চারিদিকে অশান্তি বিক্ষিপ্তভাবে। তাও আবার নিজেদের মধ্যেই। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মানিকতলার ধোপার মাঠ এলাকা। উল্টোডাঙা থেকে শিয়ালদহ স্টেশনের মাঝে রেল লাইন বরাবর দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?


শুধু ইটই নয়, বড় বড় পাথর অথবা হাতের কাছে যা পাওয়া গিয়েছে, সব। সকাল থেকে রাত থেকে দফায় দফায় সংঘর্ষ চললেও সকাল নটা পর্যন্ত এলাকায় পুলিস পৌছায়নি। দুষ্কৃতীদের  ইট ছোড়াছুড়িতে ভীত ট্রেন যাত্রীর ট্রেনের জানলা বন্ধ করে দেয়। সংঘর্ষরত দুই পক্ষই নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করেন।


আরও পড়ুন  বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!