জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি আবহে ভোলবদল! ফের IMA-র নির্বাচনে প্রার্থী হচ্ছে শান্তনু সেন। সংগঠনের রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন তিনি। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  R G Kar: ওটা কোনও রক্তের দাগ-ই নয়! আরজি কর গ্লাভস কাণ্ডে নাটকীয় মোড়..


ঘটনাটি ঠিক কী? দীর্ঘদিন ধরেই IMA-র রাজ্য সম্পাদক শান্তনু। তবে এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেকথা ঘোষণাও করে দিয়েছিলেন। বলেছিলেন, চিকিত্‍সকদের সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয়। কবে? ২২ সেপ্টেম্বর। কিন্তু, আজ মঙ্গলবারই IMA-র ভোট মনোনয়ন জমা দিলেন সেই শান্তনুই।


তৃণমূল এই চিকিত্‍সক নেতা বলেন,  'IMA চিকিত্‍সকদের সর্ববৃহত্‍ সংগঠন। শুধু ভারতের নয়, সারা পৃথিবীতে চিকিত্‍সকদের সর্ববৃহত্‍ সংগঠন হচ্ছে IMA। আমি  ইতিমধ্যেই তার সর্বকনিষ্ঠ সহ-সভাপতি থেকে এসেছি। আমি অনেক দিন ধরেই রাজ্য সম্পাদক পদে আছি। এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম,  রাজ্য সম্পাদক পদে বা IMA-র নির্বাচনে আমি আর দাঁড়াব না। যেটা আমি ঘোষণাও করেছিলাম। পরিবর্তিত পরিস্থিতি রাজ্যের অনেক সিনিয়র চিকিত্‍সক,  অনেক সিনিয়র লিডার, আমাদের ১৬০ ব্রাঞ্চ আছে। অনেক ব্রাঞ্চ থেকে বিভিন্নভাবে এমনভাবে অনুরোধ করতে থাকে, তাদের এত অনুরোধের কারণে একপ্রকার বাধ্য হয়েই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হচ্ছে'।


 একসময়ে আর জি কর হাসপাতালের রোগীকল্যাণী সমিতি সভাপতি ছিলেন। এরপর আরজি করে যখন তরুণী চিকিত্‍সককে ধর্ষণ ও খুনে উত্তাল রাজ্য রাজনীতি, তখন তৃণমূলের মুখপাত্রের পদ থেকে বাদ পড়লেন শান্তনু সেন। দলের অনুমতি নিয়েই কি IMA-র ভোটে লড়ছেন? তৃণমূল প্রাক্তন সাংসদ বলেন, 'IMA একটি অরাজনৈতিক সংগঠন। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এর আগে যখন রাজ্য সভাপতি হয়েছিলাম, তখনও এই প্রসঙ্গ ওঠেনি। IMA-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই'। 



আরও পড়ুন:  Junior Doctors: জুনিয়র ডাক্তারদের আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ!


বিজেপি নেতা সজল ঘোষের কটাক্ষ, 'উনি বলেছিলেন, আমরা শুনেছিলাম, উনি আর দাঁড়াতে চান না, সন্ন্যাস নিতে চান। কণ্ঠীর মালা পরে, গেরুয়া বসন.. গেরুয়াতে আপত্তি থাকতে পারে, তিলক কেটে ধীরে ধীরে হিমালয়ে যেতে চান। তারপর যদি ওনার মনে হয়, IMA না করলে আমি খাবটা কি?  কারণ, গত কয়েকদিন ধরে অতীন ঘোষ যেভাবে তাকে শাসিয়েছে এবং সর্বস্তরে প্রায় ভবঘুরে অবস্থা। ফলে স্বাভাবিকভাবে তিনি তাঁর মতবাদ পরিবর্তন করতে পারেন'। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)