নিজস্ব প্রতিবেদন: তৃণমূল ভবনে শনিবার সাংগঠনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই বৈঠকে থাকতে বলা হয়েছে জেলা সভাপতি, বিধায়ক, সাংসদ ও পুর প্রশাসকদের। প্রথমে সকলকে সরাসরি তৃণমূল ভবনে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত সামান্য বদল হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। করোনা পরিস্থিতির জেরে দূরের জেলার প্রতিনিধিদের কলকাতায় আসতে বারণ করা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের ফলপ্রকাশের পর শনিবার সাংগঠনিক ডেকেছেন মমতা (Mamata Banerjee)। কোভিডের কারণে দূরের প্রতিনিধিরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে থাকবেন বৈঠকে। কলকাতা ও তার আশেপাশে জেলাগুলির প্রতিনিধিরা হাজির থাকবেন তৃণমূল ভবনে। 


বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি। তবে সূত্রের খবর, সংগঠনকে মজবুত করতে এক ব্যক্তি এক পদ চালু করার কথা ঘোষণা করতে পারেন তৃণমূল। সংগঠনে রদবদলের সম্ভাবনাও প্রবল। একুশের ভোটে মমতার ঠিক পরেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে দলকে দিশা দেখিয়েছেন তাতে গুরুত্ব বাড়তে পারে অভিষেকের।    


আরও পড়ুন- ভবানীপুরে মমতার বিরুদ্ধে 'না' অধীরের; প্রার্থী দেওয়ার ভাবনায় বামেরা, জোটের কী হবে?